টাঙ্গাইলের বাসাইলে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫ টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ক্ষুদিরামপুর বাইপাস এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য (মেম্বার) মো: সুজন রহমান (৩৫) ও মো: তহর আলী (৩৭) নামে দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল গোয়েন্দা (ডিবি দক্ষিণ) পুলিশ। আজ রবিবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে করটিয়া ইউনিয়নের ক্ষুদিরাম এলাকায় আব্দুর রহমানের খাবারের হোটেলের সামনে ফাঁকা জায়গা থেকে তাদের আটক করে। আটককৃত আসামীরা হলেন- বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের জয়শত গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে ও ৬ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার) মো: সুজন রহমান (৩৫) ও রৌমারী জেলা কুড়িগ্রামের দুবলা বাড়ি থানার রজব আলীর ছেলে মো: তহর আলী (৩৭)। টাঙ্গাইল জেলা গোয়েন্দা ডিবি দক্ষিণ পুলিশের (এস.আই) রাইজ উদ্দিন জানান, টাঙ্গাইল জেলা গোয়েন্দা (ডিবি দক্ষিণ) অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ক্ষুদিরামপুর বাইপাস এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। টাঙ্গাইল জেলা গোয়েন্দা ডিবি দক্ষিণ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, মাদক ব্যবসায়ী দু’জন কে নিয়মিত মাদক মামলা দিয়ে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। SHARES অপরাধ বিষয়: