সাগর আহমেদ, ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের মাকড়াই (কুমারপাড়া) বাসস্ট্যান্ডে সরকার নির্মিত যাত্রী ছাউনি দখল করে ঔষধের দোকান স্থাপনের অভিযোগ উঠেছে ছাত্রদলের সাবেক নেতা শাহাদাৎ হোসেন খানের বিরুদ্ধে।
এ ঘটনায় দেড় শতাধিক এলাকাবাসীর যৌথ স্বাক্ষরসহ কুমারপাড়া গ্রামের লিটন মিয়া গত ১০ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীদের সুবিধার্থে সরকার ২০০১ সালে যাত্রী ছাউনি নির্মাণ করে। প্রথমদিকে মেহের আলম খান বৈধভাবে ছাউনিটি ব্যবহার করলেও ২০২১ সালের পর তার বৈধতা শেষ হয়ে যায়। এরপরও ২০২৪ সালের জুলাই পর্যন্ত তিনি ছাউনিটি ব্যবহার করে আসছিলেন।
পরে রাজনৈতিক অস্থিরতার সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাউনিটি দখলমুক্ত করে তালা লাগিয়ে রাখেন।
কিন্তু পরে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন কৌশলে যাত্রী ছাউনিটি নিজের দখলে নিয়ে দোকান ঘর স্থাপন করেন বলে অভিযোগ উঠেছে।
২৩ এপ্রিল সরেজমিন পরিদর্শনে গিয়ে কুমারপাড়া গ্রামের রিয়াজুদ্দিন মন্ডলসহ অনেকে জানান, "আমরা চাই নিয়ম অনুযায়ী লিজপ্রাপ্ত ব্যক্তি ছাউনিটি ব্যবহার করুক। শাহাদাৎ হোসেনের একক দখল বৈধ নয়।
এছাড়া স্থানীয়রা জানান, যাত্রী ছাউনি দখলকে কেন্দ্র করে এলাকায় যে কোনো সময় সংঘাতের আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে দেওপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নূরুননবী খান (লাভলু) বলেন, "কারো এমন কার্যক্রম দলের বদনাম ডেকে আনতে পারে। সবাইকে সংযত থাকতে হবে।"
তবে অভিযুক্ত শাহাদাৎ হোসেন খান দাবি করেছেন, "ছাউনির জায়গা আমাদের। আমি জেলা পরিষদের সার্ভেয়ারের মৌখিক অনুমতি নিয়েই দোকান দিয়েছি।"
অন্যদিকে জেলা পরিষদ সূত্রে জানা যায়, ছাউনির জন্য অনেকে আবেদন করলেও কাউকে এখনও কোনো মৌখিক বা লিখিত অনুমতি দেওয়া হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ বলেন, "যাত্রী ছাউনি জেলা পরিষদের আওতাধীন। বিষয়টি জেলা পরিষদের মাসিক সভায় উপস্থাপন করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত