ফকির আল মামুন, স্টাফ রির্পোটার :
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী গ্রামে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসে নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন করতে গিয়ে এক দম্পতি দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মনির হোসেন (৪৫), চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের বাসিন্দা, জানান, তিনি তার স্ত্রীর বড় ভাইয়ের জমিতে একটি নতুন বাড়ি নির্মাণ করছেন এবং সেখানে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করতে গিয়েছিলেন। অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. শহিদুল ইসলাম তাকে জানান, ওই বাড়িতে সংযোগ দেওয়া যাবে না। কারণ জানতে চাইলে শহিদুল ইসলাম উত্তেজিত হয়ে তাকে গালিগালাজ ও মারমুখী আচরণ করেন। এ সময় অন্যান্য কর্মচারীরাও এসে তাকে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করেন। মনির হোসেনের স্ত্রী নাছিমা আক্তার বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে সহকারী জেনারেল ম্যানেজার মো. শহিদুল ইসলাম জানান, যে জমিতে মনির হোসেন বিদ্যুৎ সংযোগ নিতে এসেছেন, সেটি তার নয় এবং ওই জমির মালিকের কাছে পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার টাকা বকেয়া রয়েছে। তাই তিনি মিটার দিতে অস্বীকার করেন। তিনি হামলার অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, গ্রাহকের উপর হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত