সদরপুরে আকাশে উড়ার প্যারামোটর তৈরী করে চমক দেখালেন মারুফ

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর উপজেলার খেজুর তলা গ্রামে প্যারামোটর তৈরি করে চমক দেখালেন মারুফ।

আকাশে উড়ার স্বপ্ন দেখতেন ছোট বেলা থেকেই। এসএসসি পাশ করে কলেজে ভর্তি হলেও পরিবারের দারিদ্র্যতার কারনে পড়ালেখা চালাতে পারে নাই। কিন্তু আকাশে উড়ার স্বপ্ন তাকে ফেরাতে পারেনি।
প্যারামোটর তৈরি করতে অনেক বকাঝকা শুনতে হলেও আকাশে উড়ার পরে আনন্দে অত্যহারা তার পরিবারের লোকজন। ইউটিউবে ভিডিও দেখে বিভিন্ন যন্ত্র দিয়ে কয়েক মাসেই মারুফ তৈরি করেন প্যারামোটর।
সুযোগ পেলে আরও বড় প্যারামোটর তৈরি করবে মারুফ। তাতে এলাকায় বিভিন্ন স্থানে ঘুরে দেখা যাবে এ প্যারামোটরে উড়ে।

এলাকাবাসী বলেন, ছোট বেলা থেকেই এটা ওটা বানাতো মারুফ – হঠাৎ দেখি আকাশে উড়াতে। আমাদের অনেক ভালো লাগছে আমাদের একালার একটা ছেলে এভাবে প্যারামোটর তৈরি করে আকাশে উরছে।

মারুফ মোল্লা বলেন, ছোটবেলা থেকেই আমার আকাশে উড়ার ইচ্ছা। আমি ৫-৬ মাসের চেষ্টায় সফল হয়েছি। এটা বিদেশ থেকে আনতে ৯-১০ লক্ষ টাকা খরচ হয়ে থাকে, আমি মাত্র ১ লক্ষ টাকার ভিতরে বানাতে সক্ষম হয়েছি এবং সরকারের সহযোগিতা পেলে বাজারজাত করতে সক্ষম হব এবং আরো বড় যন্ত্র বানাবো । এর পাশাপাশি আমি ইয়ারকুলার, হাত-পা ঘামালে সমাধানের জন্য ইলেকট্রিক্যাল থেরাপি মেশিন বানিয়েছি।