সদরপুরে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুরে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২০ এপ্রিল) দুপুর ২টা থেকে সদরপুর স্টেডিয়াম সংলগ্ন খালপাড়ে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে মোটর শ্রমিক মালিক সমিতির অফিস, টিনশেড ঘর, আধাপাকা দোকানসহ একাধিক স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে একে একে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন। কেউ কেউ উদ্বেগও প্রকাশ করেছেন ভবিষ্যতে আবার দখল হওয়া নিয়ে।

ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “সরকারি জমি উদ্ধারে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী আবুল কালাম আজাদ, থানা পুলিশ, আনসার সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।