কালাইয়ে নিয়ম ছাড়াই পশু জবাই করে মাংস বিক্রির অপরাধে তিন কসাই কে জরিমানা দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৫ জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে প্রত্যয়ন পত্র ছাড়ায় পশু জবাই করে মাংস বিক্রি ও মাংসের মান খারাপ হওয়ার অপরাধে তিনটি মামলায় তিনজন কসাই’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৯শে মার্চ) সকালে পৌর এলাকার পাঁচশিরা বাজারে অভিযান পরিচালনা করে তাদের’কে সতর্ক করা হয় সেই সাথে মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে প্রত্যয়ন ব্যতীত পশু জবাই এর অপরাধে ৩টি মামলায় ৩জন মাংস বিক্রেতা কে পনের হাজার (১৫০০০) টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার শামিমা আক্তার জাহান। তিনি জানান, আইন অনুযায়ী পশু জবাইয়ের আগে অবশ্যই ভেটেরিনারি কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে মাংসের মান নিশ্চিত হতে হবে। দণ্ডিত ওই মাংস বিক্রেতারা তা করেননি। তাই তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মনিরুজ্জামান এবং কালাই পুলিশ, আনসার সদস্যসহ অনেকেই উপস্থিত ছিলেন। SHARES সারাদেশ বিষয়: