কালাইয়ে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৫ জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জয়পুরহাটের কালাইয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে পুনট ইউনিয়ন বিএনপির আয়োজনে পুনট হাইস্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পুনট ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাজশাহী বিভাগীয় সহ – সাংগঠনিক সম্পাদক এ.এইচ.এম ওবাইদুর রহমান চন্দন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান,জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট , সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা কৃষক দলের সদস্য সচিব মুঞ্জুরে মওলা পলাশ, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেনসহ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রোজাদাররা অংশ নেন। ইফতারের আগে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। SHARES সারাদেশ বিষয়: