স্টাফ রিপোর্টারঃ ইজরাইলী নৃশংসতা ও বর্বরতা রুখে দেওয়ার জন্য বিশ্বসংস্থার প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইজরাইল একতরফা হামলা করে অত্যন্ত বর্বর জাতি হিসেবে পরিচয় দিয়েছে। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বর্বর, জাহেল ও অসভ্য জাতি হিসেবে ভারত ও ইজরাইলের তুলনা হয় না। বিশ্বের মুসলিম নেতৃবৃন্দের উচিত হবে ইজরাইল ও ভারতের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা। এই অসভ্যতাকে রুখে দিতে না পারলে বিশ্বে শান্তি আসবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার উদ্যোগে গাজীপুর চৌরাস্তস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টে ইসলামী আন্দোলনের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সভাপতি জি.এম. রুহুল আমীনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সহ সভাপতি জননেতা আলহাজ্জ হারুনুর রশিদ, জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. আব্দুস সবুর, গাজীপুর মহানগর সভাপতি প্রবীণ রাজনীতিবিদ জননেতা আলহাজ্জ ফাইজ উদ্দীন। আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার দায়িত্বশীবৃন্দ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলবৃন্দ।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বর্তমান উপদেষ্টা সরকারের প্রধান ড. ইউনুস-এর আন্তর্জাতিক পরিচিতিকে কাজে লাগিয়ে ইজরাইল ও ভারতের নৃশংসতা বন্ধে কাজ করতে হবে। বিশ্বের শান্তির অন্তরায় ইজরাইল ও ভারত। তাদেরকে কঠোর জবাবদিহিতার মধ্যে আনতে না পারলে বিশ্বে শান্তি আসবে না।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত