
ঘাটাইল প্রতিনিধি: সাগর আহমেদ
ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় লাল মাটি কাটার প্রতিবাদ করায় একটি পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মনোয়ারা নামে এক নারী ও তার পরিবারের সদস্যদের ওপর পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।
২০২৪ সালের ১৬ ডিসেম্বর পাহাড়ি লাল মাটি কাটার দায়ে ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
জেল থেকে মুক্তি পাওয়ার পর ক্ষুব্ধ ফারুক তার সহযোগীদের নিয়ে মনোয়ারার পরিবারের ওপর এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
মনোয়ারার দাবি অনুযায়ী, সন্ত্রাসীরা তাদের বাড়িতে প্রবেশ করে মারধর ও লুটপাট চালায়।
আহতদের অবস্থা:
লুটপাট:
হামলার শিকার মনোয়ারা স্থানীয় থানা ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মনোয়ারা প্রশাসনের নিকট সন্ত্রাসীদের কঠোর শাস্তি ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।