ক্রাইম রিপোর্টার: রাজিব খান
রাজশাহীতে সংঘবদ্ধ ছিনতাই ও চাঁদাবাজ চক্রের সর্দার আব্দুল আউয়াল ওরফে ডাকু আউয়ালসহ ১০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার (২৬ ফেব্রুয়ারি) র্যাব-৫ রাজশাহীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে পাওয়া যায়:
র্যাব-৫ এর মিডিয়া উইং জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি দমনে রাজশাহীতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে রোবাস্ট পেট্রোল, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, চেকপোস্ট স্থাপন এবং যানবাহনে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
রাতে পরিচালিত অভিযানে এই সংঘবদ্ধ চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও চুরির একাধিক মামলা রয়েছে। বিশেষ করে ডাকু আউয়াল এবং তার সহযোগী সম্রাটের নামে একাধিক ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে।
এই চক্রের মধ্যে কিশোর গ্যাং চক্রের অন্যতম সদস্য হিসেবে পরিচিত জীবন ইসলামও রয়েছে, যিনি কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর এলাকার বাসিন্দা।
র্যাব-৫ জানায়, চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান চলমান থাকবে। এই কার্যক্রম নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত