রংপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫ জুবেল আরেফিন, রংপুর ব্যুরো চিফ রংপুর মহানগরীর কামারপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দেশীয় অস্ত্র, এবং ছিনতাই করা মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: নিলয় হোসেন তনু (২৭), পীরপুর এলাকার বাসিন্দা। আল শাহরিয়ার সাহস (২৬), কামারপাড়া এলাকার বাসিন্দা। ছিনতাইয়ের ঘটনা গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা থেকে ফিরে আসা কারমাইকেল কলেজের অনার্স পড়ুয়া ছাত্র মনিরুল ইসলাম ও সত্যম রিকশাযোগে মডার্ন এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনালে যাওয়ার পথে তিন ছিনতাইকারী তাদের পথ আটকায়। ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ টাকা, ব্যাংকের এটিএম কার্ড, এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। সত্যমকে কুপিয়ে জখম করার পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশের অভিযান ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাজহাট থানার পুলিশ অভিযান চালিয়ে কামারপাড়া এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। অভিযানে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও অস্ত্র উদ্ধার করা হয়। ওসি’র বক্তব্য তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অপরাধ রোধে পুলিশ সবসময় সতর্ক রয়েছে।” জনমত ছিনতাইকারীদের গ্রেপ্তারের খবরে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। তারা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে এই ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান। উপসংহাররংপুরে পুলিশের এই সফল অভিযানে ছিনতাই চক্রের কার্যক্রমে আঘাত হানা সম্ভব হয়েছে। তবে জননিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন। SHARES অপরাধ বিষয়: