পোরশায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গম চাষ, বাম্পার ফলনের সম্ভাবনা দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫ নওগাঁ প্রতিনিধি: মো. কামরুজ্জামান সরকার বাবু নওগাঁর পোরশায় গমের মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। আগের বছরগুলোর ভালো ফলন দেখে এবার কৃষকরা আরও বেশি জমিতে গম চাষ করেছেন। সরকারি বিনামূল্যে বীজ ও সার সহায়তা পাওয়ায় চলতি মৌসুমে ব্যাপকভাবে গমের আবাদ হয়েছে। কৃষকরা বলছেন, এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় যদি শেষ পর্যন্ত এমনই থাকে, তবে এবারও বাম্পার ফলন হবে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গম চাষ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪,১৫০ হেক্টর, কিন্তু কৃষকদের আগ্রহের কারণে ৪,৩৫৫ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। এ অঞ্চলের কৃষকরা ডাব্লিউএমআরআই-৩, ডাব্লিউএমআরআই-৪, বারী-৩০, বারী-৩২ ও বারী-৩৩ জাতের গম চাষ করেছেন, যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানানসই এবং উচ্চ ফলনশীল। গম চাষের খরচ তুলনামূলকভাবে কম এবং লাভ বেশি হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে। সহড়ন্দ গ্রামের গমচাষি আব্দুল খালেক মোল্লা ও আনোয়ার হোসেন জানান, তাঁরা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার পেয়েছেন। তাঁদের প্রত্যাশা, প্রতি বিঘা (৩৩ শতক) জমিতে আনুমানিক ৪ হাজার টাকা খরচ হবে এবং আবহাওয়া ভালো থাকলে ১৫-২০ মণ পর্যন্ত গম উৎপাদন সম্ভব হবে। সরকারি সহায়তা ও কৃষি বিভাগের আশাবাদ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনূর রশিদ জানান, চলতি মৌসুমে ২,৪৮২ জন কৃষককে বিনামূল্যে ২,৫০০ বিঘা জমির জন্য উন্নত জাতের গমের বীজ ও প্রয়োজনীয় সার দেওয়া হয়েছে। তিনি বলেন, “শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবারও উৎপাদনের রেকর্ড সৃষ্টি হতে পারে।” স্থানীয় কৃষকদের মতে, গম চাষের এই সফলতা কৃষির টেকসই উন্নয়নকে আরও বেগবান করবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। SHARES কৃষি সংবাদ বিষয়: