ভূঞাপুরে ১১ জুয়াড়ি গ্রেফতার

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

নাজমুল আদনান, টাঙ্গাইল প্রতিনিধি :

 

টাঙ্গাইলের ভূঞাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

ভূঞাপুর থানা পুলিশের একটি দল, যার নেতৃত্বে ছিলেন এসআই শরিফুল ইসলাম, এসআই মামুন ও এসআই রুবেল, অভিযান পরিচালনা করে এই জুয়াড়িদের আটক করে। পরে, রবিবার (৯ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

 

গ্রেফতারকৃতদের পরিচয়:

 

# রুবেল (৩৫), পিতা: মিনহাজ, গ্রাম: ঘাটান্দি

# মনজুরুল (৪৩), পিতা: হবিবুর, গ্রাম: ঘাটান্দি

# মানিক (৩৮), পিতা: ইকিন আলী, গ্রাম: কাগমারিপাড়া

# ফরিদ মিয়া (২৫), পিতা: নুরুল ইসলাম

# লতিফ (৪৫), পিতা: কান্চু, গ্রাম: গোবিন্দাসী

# আল-আমিন (৪২), পিতা: মৃত সোলাইমান, গ্রাম: কুকাদাইর

# শিপন (২৪), পিতা: মকবুল, গ্রাম: বরকতপুর

# মামুন সরকার (৪৫), পিতা: মৃত ইয়াকুব, গ্রাম: কুঠিবয়রা

# শহিদুল (৩৫), পিতা: মৃত আজগর, গ্রাম: ডিগ্রীর চর

# গোলাপ (৪৫), পিতা: আবুল মেম্বার, গ্রাম: জয়নগর, গোপালপুর উপজেলা

# আশরাফুল ইসলাম (৩৮), পিতা: দেলোয়ার হোসেন, গ্রাম: পিংনা, সরিষাবাড়ি, জামালপুর

 

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১১ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

 

পুলিশ জানায়, এলাকায় জুয়ার বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।