মধুপুরে ভবন উদ্বোধন ও মতবিনিময় করলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

নাজমুল আদনান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুর উপজেলার নবনির্মিত ভবন উদ্বোধন এবং গুরুত্বপূর্ণ কয়েকটি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শরীফা হক। আজ (মঙ্গলবার) বেলা ১১ টায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

 

পরে তিনি শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহপাঠ ক্রমিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

 

উক্তি:

পরবর্তীতে তিনি উপজেলা চেয়ারম্যান ও প্রশাসকের নবনির্মিত ভবন, উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবন ও উপজেলা পাবলিক লাইব্রেরীর শুভ উদ্বোধন করেন। এছাড়াও উপজেলা পরিষদের গোল চত্বরে একটি বকুল গাছ রোপণ করেন।

 

তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

 

উপস্থিত:

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন, সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবীর সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

 

বিশেষ উল্লেখ:

এই উদ্যোগগুলো মধুপুর উপজেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং জনসেবা প্রদানকারী দপ্তরগুলোর কার্যক্রম আরও সুসংহত হবে।