ফরিদপুর-৪ নির্বাচনী আসন পুনর্বহালের দাবিতে চরভদ্রাসনে মানববন্ধন দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫ সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ সাবেক ফরিদপুর-৪ (সদরপুর ও চরভদ্রাসন) নির্বাচনী আসন পুনর্বহালের দাবি জানিয়ে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন করেছে চরভদ্রাসন উপজেলাবাসী। উক্ত মানববন্ধনে সাবেক সচিব মো. কুদ্দুস খানের সভাপতিত্ব বক্তব্য রাখেন, সদস্য সচিব আখতার উজ্জামান, অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন মোল্যা, শাহ আলম রেজা, আনোয়ার হোসেনসহ অনেকে। ফরিদপুর-৪ পুনরুদ্ধার কমিটি’র ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, ৭০ এর নির্বাচন থেকে ফরিদপুর-৪ নির্বাচনী আসনটি ছিল সদরপুর ও চরভদ্রাসন দুটি উপজেলা নিয়ে। মাঝে আসনটির সীমানা পরিবর্তন করা হলেও ১৯৮৬ এর নির্বাচনে আবারও ফিরিয়ে আনা হয়। কিন্তু ২০০৮ সালে ওয়ান এলিভেন সরকার স্বৈরাচার আওয়ামীলীগের প্রার্থীকে ক্ষমতায় আনার জন্য ভাঙ্গা উপজেলাকে ফরিদপুর-৪ এর সঙ্গে যুক্ত করে দেয়। এতে নদী ভাঙ্গন কবলিত দুই উপজেলার জনগণ বহুমুখী বৈষম্যের শিকার হতে থাকেন। SHARES সারাদেশ বিষয়: