খুলনায় ম্যানগ্রোভ চার্টার্ড লায়ন্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

মো: আরিফ হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি

খুলনায় ম্যানগ্রোভ চার্টার্ড লায়ন্স ক্লাব শীতের কষ্ট লাঘবের উদ্দেশ্যে শীতবস্ত্র বিতরণের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। শীতের সময়ে বিশেষ করে রাস্তাঘাটে অবস্থানরত নিম্নআয়ের মানুষদের মধ্যে সর্দি, কাশি, ব্রংকাইটিস, হাঁপানি ইত্যাদি রোগের প্রকোপ বেশি দেখা যায়। এই মানুষদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে খুলনার এই ক্লাব।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

গত ১৯ জানুয়ারি শনিবার, খুলনার শিববাড়ি মোড়ে সকাল ৮টায় এবং বিকাল ৪টায় রূপসা ফেরিঘাটে কর্মসূচির মাধ্যমে প্রায় ২০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপকারভোগীদের মধ্যে রিকশাচালক, ভ্যানচালক, ফুটপাতে হকার, চায়ের দোকানদার এবং নৌকার মাঝিরা ছিলেন।

ক্লাবের নেতৃত্ব ও সহযোগিতা

এই মহৎ উদ্যোগ পরিচালনা করেন ক্লাবের প্রেসিডেন্ট মীর মো. কবির হোসেন। ক্লাবের জেনারেল সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্টের নির্দেশনায় অন্যান্য সদস্যদের সক্রিয় সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা

ক্লাব প্রেসিডেন্ট জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন। তাদের উদ্যোগে অসহায় মানুষদের সাহায্য করতে তারা সর্বদা প্রস্তুত।

ম্যানগ্রোভ চার্টার্ড লায়ন্স ক্লাবের এই উদ্যোগ স্থানীয় মানুষদের মধ্যে প্রশংসিত হয়েছে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে।