জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

জহির আহমেদ, টাঙ্গাইল :

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারী) দুপুরে শহরের পূর্বআদালতপাড়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।এ সময় পাঁচ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা মহিলাদলের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মমতাজ করিম, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, যুবদল নেতা আব্দুল্লাহেল কাফী সাহেদ, মিজানুর রহমান উজ্জল, মৎসজীবিদল নেতা মোস্তফা, মহিলাদল নেত্রী সোনিয়া হামজা, নাসরিন আজাদ, ছাত্রদল নেতা আজাদ মিয়া প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর যুবদলের আহবায়ক রাশেদ খান সোহাগ।

এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।