টাঙ্গাইলে অনুষ্ঠিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

সাগর আহমেদ, ঘাটাইল থেকে:

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে টাঙ্গাইল জেলায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জনাব শরীফা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।

চ্যাম্পিয়ন দলসমূহ

  • অনূর্ধ্ব-১৭ বালক বিভাগ: চ্যাম্পিয়ন হয়েছে সখিপুর উপজেলা।
  • অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগ: চ্যাম্পিয়ন হয়েছে ঘাটাইল উপজেলা।

উদ্যোগের গুরুত্ব

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন এই উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এমন আয়োজন চালিয়ে যাওয়ার কথা ব্যক্ত করেছে।