মদিনা মনোয়ারা:
খুলনা, ১৯ জানুয়ারি, ২০২৫: শীতের প্রকোপে কষ্টে থাকা অসহায় মানুষদের পাশে দাঁড়াতে "ম্যানগ্রোভ চার্টার্ড লায়ন্স ক্লাব" একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। গত শনিবার, ১৯ জানুয়ারি, ক্লাবটি খুলনার শিববাড়ি মোড়ে এবং রূপসা ফেরিঘাটে ২০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতকালীন বস্ত্র বিতরণ করেছে।
শীতবস্ত্র বিতরণঃ
এদিন, সকাল ৮ টা এবং বিকাল ৪ টায় রিকশাচালক, ভ্যানচালক, ফুটপাতের হকার, চায়ের দোকানদার, নৌকার মাঝি ও কৃষকদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রকৃতপক্ষে, শীতকালীন সময়ে যেসব শ্রমজীবী মানুষ রাস্তায় বেশী সময় কাটান, তারা সর্দি, কাশি, ব্রংকাইটিস, হাঁপানি, এজমা সহ নানা শারীরিক সমস্যায় ভোগেন। তাদের জন্য এই উদ্যোগ বেশ গুরুত্বপূর্ণ।
নেতৃত্বেঃ
"ম্যানগ্রোভ চার্টার্ড লায়ন্স ক্লাব"-এর প্রেসিডেন্ট মীর মো: কবির হোসেন-এর নেতৃত্বে এবং ক্লাবের জেনারেল সেক্রেটারি ও ভাইস প্রেসিডেন্টের নির্দেশনায় এই উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়। ক্লাবের সকল সদস্যদের সহযোগিতায় এই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে ক্লাবের প্রেসিডেন্ট মীর মো: কবির হোসেন বলেন, "মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের এই প্রয়াস। আমাদের উদ্যোগ শুধু একবারের জন্য নয়, বরং ভবিষ্যতেও আমরা এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাব।"
উল্লেখ্য, শীতকালীন বস্ত্র বিতরণ কর্মসূচি একের পর এক সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত