ম্যানগ্রোভ চার্টার্ড লায়ন্স ক্লাব এর আয়োজনে

খুলনায় শীতকালীন বস্ত্র বিতরণ কর্মসূচি: ২০০ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র উপহার

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫

মদিনা মনোয়ারা:

খুলনা, ১৯ জানুয়ারি, ২০২৫: শীতের প্রকোপে কষ্টে থাকা অসহায় মানুষদের পাশে দাঁড়াতে “ম্যানগ্রোভ চার্টার্ড লায়ন্স ক্লাব” একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। গত শনিবার, ১৯ জানুয়ারি, ক্লাবটি খুলনার শিববাড়ি মোড়ে এবং রূপসা ফেরিঘাটে ২০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতকালীন বস্ত্র বিতরণ করেছে।

শীতবস্ত্র বিতরণঃ

এদিন, সকাল ৮ টা এবং বিকাল ৪ টায় রিকশাচালক, ভ্যানচালক, ফুটপাতের হকার, চায়ের দোকানদার, নৌকার মাঝি ও কৃষকদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রকৃতপক্ষে, শীতকালীন সময়ে যেসব শ্রমজীবী মানুষ রাস্তায় বেশী সময় কাটান, তারা সর্দি, কাশি, ব্রংকাইটিস, হাঁপানি, এজমা সহ নানা শারীরিক সমস্যায় ভোগেন। তাদের জন্য এই উদ্যোগ বেশ গুরুত্বপূর্ণ।

নেতৃত্বেঃ

“ম্যানগ্রোভ চার্টার্ড লায়ন্স ক্লাব”-এর প্রেসিডেন্ট মীর মো: কবির হোসেন-এর নেতৃত্বে এবং ক্লাবের জেনারেল সেক্রেটারি ও ভাইস প্রেসিডেন্টের নির্দেশনায় এই উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়। ক্লাবের সকল সদস্যদের সহযোগিতায় এই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে ক্লাবের প্রেসিডেন্ট মীর মো: কবির হোসেন বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের এই প্রয়াস। আমাদের উদ্যোগ শুধু একবারের জন্য নয়, বরং ভবিষ্যতেও আমরা এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাব।”

উল্লেখ্য, শীতকালীন বস্ত্র বিতরণ কর্মসূচি একের পর এক সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।