খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেএমপির ৮ পদক্ষেপ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫ ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীকে একটি নিরাপদ শহরে পরিণত করার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কর্তৃপক্ষ ১৯ জানুয়ারি রবিবার বেলা ১১ টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে একটি ব্রিফিং আয়োজন করে। ব্রিফিংয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ, অর্জিত সফলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। কেএমপি জানায়, জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের পর সারাদেশের মতো খুলনা মহানগরীতেও পুলিশিং ব্যবস্থা প্রায় ভেঙ্গে পড়েছিল। এ পরিস্থিতি মোকাবেলা করতে কেএমপি বেশ কিছু সময়োপযোগী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। কেএমপি আশা করে, নগরবাসীর সহযোগিতায় খুলনাকে একটি নিরাপদ শহরে পরিণত করা সম্ভব হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে কেএমপি কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপসমূহ হল: জনগণের সাথে পুলিশের সম্পৃক্ততা বাড়ানো*: থানার এলাকায় সকল শ্রেণী-পেশার মানুষের সাথে নিয়মিত মতবিনিময় কার্যক্রম চালানো হচ্ছে। ভোরবেলায় চুরি, ডাকাতি ও ছিনতাই রোধ*: সকাল ৬ টায় ট্রাফিক ডিউটি নিশ্চিত করার পাশাপাশি ট্রাফিক ও ক্রাইম ডিভিশনের সমন্বয়ে যৌথ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ক্রাইমের হটস্পটগুলিতে রেইড: প্রতিদিন বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত মহানগরীর অপরাধ প্রবণ এলাকা গুলোতে রেইড পরিচালিত হচ্ছে। মাদক বিক্রেতা এবং মাদকসেবীদের গ্রেফতার করা হচ্ছে। শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার: মহানগরীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজদের অস্ত্রসহ গ্রেফতার করা হচ্ছে। ১২ জন শীর্ষ সন্ত্রাসীকে ধরতে বড় অংকের টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। কিশোর অপরাধীদের নিয়ন্ত্রণ: কিশোর অপরাধীদের দৌরাত্ম কমাতে তাদের বাড়িতে বাড়িতে পুলিশি অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাই মালামাল ক্রয়-বিক্রয় রোধ*: মহানগরীর ভাঙ্গারির দোকানগুলোতে ‘ক্রয়-বিক্রয় রেজিস্টার’ চালু করা হয়েছে, যাতে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের ঘটনা রোধ করা যায়। জনগণের সাথে পুলিশের সম্পর্ক উন্নয়ন*: জনগণের সাথে পুলিশের দূরত্ব ঘোচানোর লক্ষ্যে এবং পুলিশিং কাজে সহযোগিতার জন্য সকল শ্রেণী-পেশার মানুষের সাথে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক ‘সুধী সমাবেশ’ আয়োজন করা হচ্ছে। পুলিশ কনস্টেবলদের জন্য নতুন নিয়ম*: পুলিশ কনস্টেবলদের ডিউটিকালে ব্যক্তিগত স্মার্ট মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে কেএমপি খুলনায় আইন-শৃঙ্খলার অভূতপূর্ব উন্নয়ন এবং নিরাপদ নগরী গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। SHARES আইনশৃঙ্খলা বিষয়: