মিজানুর রহমান, (ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেরপুর জেলা ছাত্র সংসদে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আহমেদ হোসেন জনি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ইজতেহাদ রাফি।
নির্বাচনে তিনজন শিক্ষার্থী প্রতিদ্বন্দিতা করেন। অর্থনীতি বিভাগের আহমেদ হোসেন জনি (হাতি) প্রতীকে, ভূতত্ত্ব বিভাগের সোহানুর রহমান সোহান (তুলসীমালা চাল) প্রতীকে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আহমেদ ইজতেহাদ রাফি (ছানার পায়েশ) প্রতীকে প্রতিদ্বন্দিতা করেন। ভোটের মাধ্যমে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে তারা নির্বাচিত হন।
নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে আহমেদ হোসেন জনি সভাপতি এবং দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে ইজতেহাদ রাফি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি আহমেদ হোসেন জনি বলেন, "আমি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে শেরপুরের ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিতকল্পে কাজ করবো। সেই সাথে পিছিয়ে পড়া শেরপুর জেলাকে এগিয়ে নিতে একযোগে কাজ করে যাবো।"
সাধারণ সম্পাদক ইজতেহাদ রাফি বলেন, "আমি শেরপুরের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করে যাবো। সর্বদা তাদের পাশে থাকার চেষ্টা করবো।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর শেরপুর জেলা ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন হওয়ায় শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা আশাবাদী যে, নবনির্বাচিত কমিটি তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত