শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় বিজ্ঞান মেলা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫ শেরপুর জেলা প্রতিনিধি, মিজানুর রহমান: ঝিনাইগাতী উপজেলা হল রুমে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫ নবম বিজ্ঞান অলিম্পিয়াড বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা প্রকৌশলী শুভ বসাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তুফা কামাল, ওসি তদন্ত আজম, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা, প্রধান শিক্ষক সৈয়দ আলী খাঁন, প্রফেসর মোঃ সারোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক এস,কে সাত্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকগণ বক্তব্য রাখেন। এসময় তারা ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, নবম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এর সফল বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেন। উপস্থিতরা জানান, এই ধরনের বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করবে এবং তাদের উদ্ভাবনী ক্ষমতার উন্নয়ন ঘটাবে। SHARES আইনশৃঙ্খলা বিষয়: