জাহিদ খান, কুড়িগ্রাম প্রতিনিধি( চৌকস )
১৪ জানুয়ারি, মঙ্গলবার বিকেল ২:০০ ঘটিকায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আয়োজিত জাতীয় বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী দিনে ভিতরবন্দ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছে। মেলায় অংশগ্রহণ করে তারা সর্বমোট ৭টি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞান চেতনা, কুইজ প্রতিযোগিতা, লিখিত পরীক্ষা ও অন্যান্য ইভেন্টে অংশ নেয়। ভিতরবন্দ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞান প্রকল্প, প্রশ্নোত্তর পর্ব, লিখিত পরীক্ষা, এবং উদ্ভাবনী প্রতিযোগিতায় বিশেষ দক্ষতা প্রদর্শন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব কামরুল ইসলাম। তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।
ভিতরবন্দ ডিগ্রি কলেজের এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ গর্বিত। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ফারুক আহমেদ বলেন, “এটি আমাদের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে আমরা শিক্ষার্থীদের আরও উন্নত প্রশিক্ষণ ও সুযোগ প্রদানের জন্য কাজ করে যাব।”
এ মেলা ও অলিম্পিয়াড বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আয়োজকরা মনে করেন।
চৌকস
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত