বিদ্যালয়ে শিক্ষকদের সময়মতো উপস্থিতির অভাব: শিক্ষার্থীরা ফিরে যাচ্ছেন দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫ সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের রংচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ৯টার আগেই বইপত্র নিয়ে উপস্থিত হলেও, বিদ্যালয়ের শিক্ষকরা সকাল ১১টার আগে বিদ্যালয়ে আসেন না। এতে গেট তালাবদ্ধ থাকায় অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে যাচ্ছেন। বিদ্যালয়ের দেয়ালে লেখা রয়েছে বিদ্যালয়ের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে বাস্তবতা হচ্ছে, সকাল ৯টা থেকে প্রায় ২ ঘণ্টা পর শিক্ষকেরা বিদ্যালয়ে আসেন না। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ের গেটে এসে ফিরে যান, যা তাদের জন্য হতাশাজনক এবং সময়ের অপচয়। গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে এই পরিস্থিতি আরও প্রকট হয়, যখন শিক্ষার্থীরা সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে, কিন্তু কোনো শিক্ষক না আসায় তারা বাড়ি ফিরে যান। বিদ্যালয়ের গেট তালাবদ্ধ ছিল এবং শিক্ষকেরা আসছিলেন না। এ ঘটনায় স্থানীয় অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত এই সমস্যার সমাধান চেয়েছেন। তারা দাবি করছেন, বিদ্যালয়ের দায়িত্বশীলদের উচিত সময়মতো শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করা, যাতে শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে এবং কোনো ধরনের অসুবিধায় না পড়তে হয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা স্থানীয় শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। SHARES আইনশৃঙ্খলা বিষয়: