জাহিদ খান (কুড়িগ্রাম প্রতিনিধি:
১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ এর সভাপতিত্বে এই কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুবক ও যুব মহিলা সদস্যরা।
কর্মশালার উদ্দেশ্য ছিল, তরুণদের মধ্যে দেশপ্রেম, জাতীয় উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণকে উৎসাহিত করা। কর্মশালায় আলোচনায় উঠে আসে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নে তরুণদের ভূমিকা এবং কীভাবে তারা সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখতে পারে।
আগামী প্রজন্ম আরও শক্তিশালী হবে:
এ সময় কর্মশালায় সভাপতি নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সিব্বির আহমেদ তার বক্তব্যে বলেন, "তরুণদের চিন্তা ও কাজের মাধ্যমে আমরা দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তারা যদি সঠিক পথে পরিচালিত হয়, তবে আমাদের আগামী প্রজন্ম আরও শক্তিশালী হবে।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো. কামরুল ইসলাম বলেন "আজকের তরুণরা আগামী দিনের নেতা এবং তাদের চিন্তা-ভাবনা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"
দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান :
কর্মশালার বিভিন্ন সেশনে তরুণদের উদ্বুদ্ধ করতে বক্তারা তাদের জীবনের লক্ষ্য স্থির করে সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সামাজিক সমস্যা এবং তার সমাধানে তরুণদের করণীয় নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক রাজনীতিবিদ সহ সর্বস্তরের প্রায় ২০০ জনেরও মানুষ অংশগ্রহণ করেন। কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর আয়োজনকারীরা আগামীতে আরও এমন কর্মশালার আয়োজন করার পরিকল্পনা প্রকাশ করেন।
গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন :
এ ধরনের উদ্যোগ দেশের তরুণদের মধ্যে সৃজনশীলতা, দেশপ্রেম এবং দায়িত্বশীলতা বাড়ানোর পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত