তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ই জানুয়ারি) সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত প্রায় তিন শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন। নবীনদের কলম ও চকলেট দিয়ে তাদের সাদরে বরণ করে নেওয়া হয়।
উক্ত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন। অনুষ্ঠানের উপস্থাপনা করেন সহকারী শিক্ষক সোহেল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সুরমান আলী, সহকারী শিক্ষক শাহজাহান আলম।
অনুষ্ঠানে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছমিউর রহমান, ছদরুল আলম, আব্দুল আহাদ, জাহেদা বেগম, সৈয়দা সাজেদা বেগম, মোশাররফ হোসাইন, বিপুল চন্দ্র দাস সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়, যা উপস্থিত সবার মনোযোগ আকর্ষণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত