কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫ তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ই জানুয়ারি) সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত প্রায় তিন শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন। নবীনদের কলম ও চকলেট দিয়ে তাদের সাদরে বরণ করে নেওয়া হয়। উক্ত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন। অনুষ্ঠানের উপস্থাপনা করেন সহকারী শিক্ষক সোহেল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সুরমান আলী, সহকারী শিক্ষক শাহজাহান আলম। অনুষ্ঠানে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছমিউর রহমান, ছদরুল আলম, আব্দুল আহাদ, জাহেদা বেগম, সৈয়দা সাজেদা বেগম, মোশাররফ হোসাইন, বিপুল চন্দ্র দাস সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়, যা উপস্থিত সবার মনোযোগ আকর্ষণ করে। SHARES ছবিঘর বিষয়: